আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে হিপ জয়েন্ট প্রতিস্থাপনে ইতিহাস তৈরী করলেন চিকিৎসকগণ
আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে এই প্রথম হিপ জয়েন্ট প্রতিস্থাপনের ইতিহাস তৈরী করলেন চিকিৎসকরা। গতকাল এই সফল অস্ত্রোপচার করা হয়।
বর্তমানে রোগীনি সুস্থ রয়েছেন। গম্ভাছড়ার বাসিন্দা ৫০ বছর বয়স্ক এক ভদ্রমহিলার ডান দিকের হিপ অয়েন্টে ব্যথার সমস্যা ছিল। জিবিপি হাসপাতালে এক্সরে ও আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা অ্যানেসথোসিওলজিস্ট ডাঃ ভাস্কর মজুমদার ও অর্থোপেডিক সার্জন ডঃ ভূপেশ শীলের সঙ্গে পরামর্শক্রমে তাঁর হিপ জয়েন্ট প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন।
সে অনুসারে গতকাল ১০:৩০ মিনিট নাগাদ তাঁর অস্ত্রোপচার শুরু হয়। এই অম্বোপচার টিমে ছিলেন অর্থোপেডিক্স ইউনিট-২ এর বিভাগীয় প্রধান সার্জন ডাঃ সন্তোষ
রিয়াৎ, অর্থোপেডিক স্পাইন সার্জন ডাঃ সাচলাং দেববর্মা, ডাঃ অভিষেক মজুমদার, ডাঃ পুলক সাহা এবং ডাঃ অরুপ দাস। এনেসথেসিওলজিস্ট ছিলেন ডাঃ তুষার মজুমদার ও ডাঃ চয়ন ভৌমিক। এটি স্টাফ ছিলেন তৃপ্তি রায়, জয়ন্ত শীল ও প্রতীক দেবরায়।
মধ্যবিত্ত এই পরিবার হিপ জয়েন্ট প্রতিস্থাপনের ইমপ্ল্যান্ট বাবদ প্রায় ৭০,০০০ টাকা খরচ করেন। এই আস্ত্রাপচার বিনামূল্যে করা হয়। বেসরকারি হাসপাতালে এই অস্ত্রোপচারের জন্য সবমিলিয়ে খরচ হত প্রায় ৩৫ লক্ষ থেকে ৪ লক্ষ টাকা। ইতিপূর্বে বেসরকারি হাসপাতালে যোগাযোগ করলেও ব্যয়বহুল খরচের কথা মাথায় রেছে তারা পিছিয়ে আসেন।
স্বাভাবিকভাবেই স্বল্প খরচের মধ্যে এই হিপ জয়েন্ট প্রতিস্থাপনের সফল অস্ত্রোপচারে রোগীর পরিবার খুব খুশী। এই দিকে এই ধরনের চিকিৎসার জন্য পূর্বে বহির্রাজ্যে রেফার করা হত। এখন আগরতলা
গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে হিপ জয়েন্ট প্রতিস্থাপনের মত এই ধরনের বড় অস্ত্রোপচার সাফল্যের সঙ্গে সম্পন্ন হওয়ায় রাজ্যের চিকিৎসক মহল অনুপ্রাণিত। স্বভাবতই সংশ্লিষ্টরা আনন্দিত। জিবিপি হাসপাতালে এই ধরনের অস্ত্রোপচার শুরু হওয়ায় রাজ্যে এই ধরনের সমস্যায় ভুগতে থাকা রোগীদের পক্ষে খুব সহায়ক হবে। স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন।