আগরতলা পুরনিগম, পুরপরিষদ ও নগর পঞ্চায়েতের নির্বাচনে ৮১.৫৪ শতাংশ ভোট পড়েছে
আজ আগরতলা পুরনিগম, বিভিন্ন পুরপরিষদ ও নগর পঞ্চায়েতগুলির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই নির্বাচনে মোট ৮১.৫৪ শতাংশ ভোট পড়েছে।
রাজ্যে নির্বিঘ্নে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল ভোটদাতা, নির্বাচনের কাজে নিযুক্ত সমস্ত কর্মী, সকল প্রার্থী, রাজনৈতিক দল ও সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানানো হয়েছে।
রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।