আগরতলা পুর নিগমের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২০১ জন প্রার্থী। এর মধ্যে ভারতীয় জনতা পার্টির ৫১ জন, সিপিআহ’র ৩ জন, সিপিআই(এম)’র ৪০ জন, ভারতীয় জাতীয় কংগ্রেসের ৩৩ জন, সারা ভারত ফরওয়ার্ড ব্লকের ১জন আমরা বাঞ্ছালীর ৪ জন, আরএসপি’র ২ জন, এস ইউ সি আই’র ৫ জন, সারা ভারত তৃণমূল কংগ্রেসের ৫১ জন ও ১১ জন নির্দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
আগরতলা পুর নিগমের নির্বচনে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে ৪৩৯ টি। ইতিমধ্যেই ভোটগ্রহণ কর্মীদের দুই পর্যায়ে মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আগরতলা পুর নিগমের নির্বাচনে ৩ জন পর্যবেক্ষক ও ৫৪ জন সেক্টর অফিসার নিযুক্ত করা হয়েছে। মোট ভোটগ্রহণ কর্মী রয়েছেন ২,৫২৫ জন।
মোট ভোটার ৩ লক্ষ ৪৫ হাজার ২৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার লক্ষ ৭০ হাজার ৪৬৭ জন মহিলা ভোটার ১ লক্ষ ৭৪ হাজার ৭৫৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১৪ জন।
গত ১৯-২০ নভেম্বর উমাকান্ত একাডেমি স্কুলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট কর্মীদের ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। ভোট দিয়েছেন ২,৪৫৪ জন। সদর মহকুমা শাসক কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।