আজ ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা।
মঙ্গলবার অধিবাস শেষে আজ ঝুলনে বসানো হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধাকে। বুধবার আগরতলা শ্রীকৃষ্ণ মন্দিরে যাদব মহাসভার উদ্যোগে হয় এই ঝুলন যাত্রা।
করোনা পরিস্থিতিতে মাস্ক, স্যানিটাইজার বাধ্যতামূলক করা হয়েছে।
এবছর মহা প্রসাদ প্রদান করা হবে না ভক্তদের মধ্যে। জানিয়েছেন, যাদব মহাসভার সম্পাদক নিরঞ্জন ঘোষ।