Tripura News Live

[t4b-ticker]

আরও ৭ দিন বাড়ানো হয়েছে করোনা কারফিউর মেয়াদ

আরও ৭ দিন বাড়ানো হয়েছে করোনা কারফিউর মেয়াদ।

তবে ছাড় দেওয়া হয়েছে অনেক কিছু আগরতলা সহ শুধুমাত্র ৬টি শহরে থাকবে করোনা কারফিউ।

সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট, শপিংমল, জিম সহ নির্দিষ্ট কয়েকটি দোকান সহ রাজনৈতিক ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ থাকবে।

যে ৬টি এলাকায় করোনা কার্ফু জারি থাকবে সেগুলি হল আগরতলা পুর নিগম, ধর্মনগর পুর পরিষদ, কুমারঘাট পুর পরিষদ, রানীরবাজার নগর পঞ্চায়েত, বিলোনীয়া পুর পরিষদ সোনামুড়া নগর পঞ্চায়েত।

বাকি এলাকায় কোন ধরণের বিধিনিষেধ থাকবে না চলাচলের ক্ষেত্রে এই ৬টি এলাকায় প্রবেশ বাদ দিয়ে বাকি সব খোলা থাকবে

ADVERTISEMENT

%d bloggers like this: