আবারো সামাজিক দ্বায়বদ্ধতার এক অনন্য নজির স্থাপন করল ইন্সপেক্টর অব্ স্কুলস্ ফোরাম, ত্রিপুরা। আজ দেবী পক্ষের সূচনালগ্নে মহালয়ার পূণ্যলগ্নে এই ফোরামের উদ্যোগে ডুকলী ব্লক স্থিত ডঃ বি আর আম্বেদকর ইংলিশ মডেল স্কুলে এক রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্য সরকারের মাননীয় কারা, অগ্নি নির্বাপক ও দূর্যোগ মোকাবেলা এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী রাম প্রসাদ পাল মহোদয়।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের মাননীয়া অধিকর্তা শ্রীমতি চান্দনী চন্দ্রন মহোদয়া, ডুকলী পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারপার্সন শ্রী অজয় কুমার দাস সহ আরো অনেক বিশিষ্ট ব্যাক্তিবর্গ। এই শিবিরে মোট ৩৯ জন রক্তদাতা রক্তদান করেন।
এই শিবির উপলক্ষে প্রথমে একটি সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের মাননীয় সভাপতি শ্রী উত্তম কুমার দত্ত।স্বাগত ভাষন রাখেন ফোরামের সম্পাদক শ্রী অভিজিৎ সমাজপতি। তিনি উনার আলোচনায় ফোরামের বিভিন্ন সামাজিক কর্মসূচীগুলি তোলে ধরেন এবং আগামীদিনেও তা বজায় রাখবেন বলে অঙ্গীকার করেন।মাননীয় মন্ত্রী শ্রী রাম প্রসাদ পাল মহাশয় ও ইন্সপেক্টর অব্ স্কুলস্ ফোরামের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ন কাজের দায়িত্ব সামাল দিয়েও তারা সামাজিক যে কর্মকান্ড করে চলেছেন তা প্রশংসনীয় বলেই উল্লেখ করেন।
মাননীয়া অধিকর্তা শ্রীমতি চান্দনী চন্দ্রন মহোদয়া বিশেষ অতিথির ভাষনে ইন্সপেক্টর অব্ স্কুলসদের STAR হিসাবে ভূষিত করেন। যারা দপ্তরের বিভিন্ন কর্মসূচী সফল ভাবে রূপায়নে অক্লান্ত ভাবে কাজ করেন তারা সামাজিক দ্বায়বদ্ধতাকেও পালন করে চলেছেন যা এক কথায় অনন্য।
ফোরামের পক্ষ থেকে এই রক্তদান অনুষ্ঠান কে সফল করার জন্য বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্র/ছাত্রী সহ ডঃ বি আর আম্বেদকর ইংলিশ মডেল স্কুলের সবার প্রতি কৃতঙ্গতা প্রকাশ করা হয়।