ঊনকোটি জেলাশাসক কার্যালয় প্রাঙ্গণে আগামী ৭ ডিসেম্বর লোক আদালত ঊনকোটি জেলাশাসক কার্যালয় প্রাঙ্গণে আগামী ৭ ডিসেম্বর লোক আদালত অনুষ্ঠিত হবে।
সকাল ৯টায় লোক আদালতের উল্লেখন করবেন তপশিলী জাতি কল্যাণ মন্ত্রী ভগবান চন্দ্র দাস।
সভাপতিত্ব করবেন ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস।
জেলাশাসক উত্তম কুমার চাকমা সংশ্লিষ্ট সকলকে আগামী ৭ ডিসেম্বর যথাসময়ে মামলার সমস্ত দলিল দস্তাবেজ সমেত উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।