Tripura News Live

[t4b-ticker]

কাঞ্চনপুরে আফ্রিকান সোয়াইন ফিভারের জীবাণু : বিধিনিষেধ জারি

কাঞ্চনপুরে আফ্রিকান সোয়াইন ফিভারের জীবাণু : বিধিনিষেধ জারি

গুয়াহাটির নর্থ ইস্টার্ন রিজিওন্যাল ডিজিস ডায়গনস্টিক ল্যাব (এনইআরডিডিএল) ত্রিপুরা থেকে পাঠানো শূকরের টিস্যুর নমুনার আরটিপিসিআর পরীক্ষার পর জানিয়েছে যে এতে আফ্রিকান সোয়াইন ফিভারের জীবাণু রয়েছে।

তাই এই রোগকে নিয়ন্ত্রণ করতে এবং সংক্রমণ প্রতিরোধে কাঞ্চনপুরের এগজটিক পিগ ব্রিডিং ফার্মকে এই রোগের এপিসেন্টার বা উৎপত্তিস্থল বলে ঘোষণা করা হয়েছে প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অব ইনফেকশিয়াস অ্যান্ড কন্টেজিয়াস ডিজিজেস ইন এনিম্যাল অ্যাক্ট অনুসারে।

এই আইন অনুসারে উৎপত্তি স্থলের চারদিকে ১ কিলোমিটার এলাকাকে ইনফেকটেড জোন এবং ১০ কিলোমিটার এলাকাকে সার্ভেইল্যান্স জোন হিসেবে বিবেচনা করা হবে।

তাই প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে এই ঘোষণার ভিত্তিতে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে।

ADVERTISEMENT

%d bloggers like this: