Tripura News Live

[t4b-ticker]

কিছুটা অভিনব ভাবে জন্মাষ্টমী পালন করল ইসকন এবং আগরতলা সাইকলিক্স ফাউন্ডেশন

সোমবার এ রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে জন্মাষ্টমী পালন করা হয়। কিছুটা অভিনব ভাবে জন্মাষ্টমী পালন করল ইসকন এবং আগরতলা সাইকলিক্স ফাউন্ডেশন।

ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনটিকে জন্মাষ্টমী হিসেবে পালন করা হয়ে থাকে।

সাইকেলে চড়ে শ্রীকৃষ্ণ, রাধা সেজে আগরতলা শহরে পরিক্রমা বের হয়।

সঙ্গে অন্যান্যরাও সাইকেল নিয়ে বের হন এই পরিক্রমায়।

হারিয়ে যাওয়া সাইকেলকে আবার ফিরিয়ে আনা এবং দূষণ মুক্ত পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়ার প্রয়াস জন্মাষ্টমীর দিনের মধ্যে দিয়ে বলে জানান উদ্যোক্তারা।

ADVERTISEMENT

%d bloggers like this: