Tripura News Live

[t4b-ticker]

কৈলাসহরে সোলার স্ট্রিট লাইট লাগানোর উদ্যোগ

পুনর্নবীকরণ শক্তি মন্ত্রকের অধীনে ত্রিপুরা পুনর্নবীকরণ শক্তি উন্নয়ন সংস্থা মহকুমায় ১১০টি সোলার স্ট্রিট লাইট লাগানোর উদ্যোগ নিয়েছে।

সীমান্ত এলাকা উন্নয়ন প্রকল্পে এই সোলার স্ট্রিট বসানো হবে। সোলার স্ট্রিট লাইটগুলোর মধ্যে মুরইবাড়ী ভিলেজে ২০টি, হীরছড়া ভিলেজে ১৭টি, মাগুরুলি পঞ্চায়েতে ১৫টি, রাঙ্গাউটি পঞ্চায়েতে ১৫টি, লাটিয়াপুরা পঞ্চায়েতে ১৫টি, সমরুরপাড় পঞ্চায়েতে ১৬টি ও বি এস এফ এর মাইক বি ও পি-তে ৪টি লাইট লাগানো হবে।

এছাড়া প্রয়োজন ভিত্তিক বসানোর জন্যে রাখা হয়েছে ৮টি লাইট। প্রতিটি সোলার স্ট্রিট লাইট লাগানোর জন্য ব্যয় হবে ২২ হাজার ৬০০ টাকা।

ত্রিপুরা পুনর্নবীকরণ শক্তি উন্নয়ন সংস্থার ঊনকোটি জেলার প্রোজেক্ট অফিসার ইঞ্জিনিয়ার ডেনিয়্যাল ত্রিপুরা এই সংবাদ জানান।

ADVERTISEMENT

%d bloggers like this: