কোভিড-১৯ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সামগ্রীর উপর কর হ্রাস
পণ্য ও পরিষেবা কর পরিষদের বিগত সভায় কোভিড- ১৯ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সামগ্রীর উপর কর হ্রাস করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ জুন পরিষদের ৪৪ তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নূতন কর হার আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত প্রযোজ্য থাকবে।
কর হ্রাসের সিদ্ধান্ত অনুসারে ঔষধের মধ্যে টোসিলিজুমাব ও এমফোটেরিসিন বি জাতীয় ঔষধে এখন থেকে কোন ধরণের কর প্রযোজ্য হবে না। এই দু’টি ঔষধের ক্ষেত্রে পূর্বতন কর ছিল ৫ শতাংশ। অ্যান্টি-কোয়াগুলেন্টস যেমন হেপারিন ও রেমডেসিভির জাতীয় ঔষধে কর ১২ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ করা হয়েছে। কোভিড চিকিৎসার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং ফার্মা দপ্তর অনুমোদিত অন্য কোনও ঔষধের ক্ষেত্রে যে কর ধার্য ছিল তা কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
অক্সিজেন, অক্সিজেন উৎপাদনের সরঞ্জাম ও চিকিৎসা সম্পর্কিত যন্ত্রাদির মধ্যে মেডিক্যাল গ্রেড অক্সিজেন, অক্সিজেন কন্সেনট্রেটর/ জেনারেটর, ব্যক্তিগতভাবে আমদানি করা যন্ত্রাদি, ভেন্টিলেটরস, ভেন্টিলেটর মাস্ক/ ক্যানুলা/ হেলমেট, হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা, বিআইপিএপি যন্ত্রাদির ক্ষেত্রে কর ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।