উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে চলতি অর্থবর্ষে খোয়াই জেলার বিভিন্ন ব্লক এলাকার ১২ হাজার ১৩৫টি পরিবারকে মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনার আওতায় আনা হবে।
এর ফলে তেলিয়ামুড়া ব্লক এলাকার ৪ হাজার ৩৬ টি পরিবার, তুলাশিখর ব্লক এলাকার ৪ হাজার ৯৪টি পরিবার ও কল্যাণপুর ব্লক এলাকার ৪ হাজার ৫টি পরিবার এই যোজনায় উপকৃত হবেন।
এই কর্মসূচিতে প্রত্যেকটি পরিবারকে কলারচারা ২টি, পেঁপের চারা ৬টি, লেবুর চারা ৪টা, সুপারীর চারা ৩ ও মূলা, ঢেঁরস, বরবটি ইত্যাদির বীজ প্রদান করা হবে।
উদ্যান ও ভূমি সংরক্ষন কার্যালয়ের উপ-অধিকর্তা কাশীনাথ দাস এ সংবাদ জানিয়েছেন।