খোয়াই জিলা পরিষদের উদ্যোগে চলতি অর্থবছরে খোয়াই ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে সোলার স্ট্রিট লাই
বসনো হয়েছে। ব্লকের সোনাতল গ্রাম পঞ্চাতয়েতে ৫টি, মধ্যগণকী গ্রাম পঞ্চায়েতে ১০টি, পূর্ব রামচন্দ্রঘাট গ্রাম পঞ্চায়েতে
১৫টি এবং পহরমুজ গ্রাম পঞ্চায়েতে ১০টি সোলার স্ট্রিট লাইট বসানো হয়েছে। পঞ্চদশ অর্থ কমিশন থেকে প্রাপ্ত
৯ লক্ষ টাকা ব্যয় করে এই ৪০টি সোলার স্ট্রিট লাইট বসানো হয়েছে। খোয়াই জিলা পরিষদ কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।