Tripura News Live

[t4b-ticker]

গ্রামীণ এলাকার মানুষের আর্থসামাজিক মান উন্নয়নে সমবায় হচ্ছে অন্যতম মাধ্যম সমাবায় মন্ত্রী

গ্রামীণ এলাকার মানুষের আর্থসামাজিক মান উন্নয়নে সমবায় হচ্ছে অন্যতম মাধ্যম সমাবায় মন্ত্রী

সমবায়ের মাধ্যমে সমৃদ্ধি এই ভাবনাকে সামনে রেখে ধলাই জেলাভিত্তিক অখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে গতকাল সালেমা কমিউনিটি হলে এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। পতাকা উত্তোলন । প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সমবায় দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল।

উপস্থিত ছিলেন বিষয়ক পরিমল দেববর্মা, সালেমা বি এ সি এবং দুর্গাচৌমুহনী বিএসি’র চেয়ারম্যান যথাক্রমে বিমল দেববর্মা এবং কুমার হালাম, ধলাই জিলা পরিষদের সহ সভাধিপতি অনাদি সরকার, দুর্গাচৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সম্পা দাস, ধলাই জেলার অতিরিক্ত জেলশাসক মোসলেমউদ্দিন আহমেদ, সমবায় নিয়ামক ডি কে চাকমা প্রমুখ। সভাপতিত্ব করেন সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সুজিত বিশ্বাস।

সমবায় দফতর এবং ত্রিপুরা রাজা সমবায় ইউনিয়নের উদ্যোগে আয়োজিত ধলাই জেলাভিত্তিক এই আলোচনাচক্রের বিষয় ছিল ‘উদ্যোক্তা উন্নয়ন এবং সরকারি বেসরকারী অংশীদারিত্ব শক্তিশালীকরণ”।

আলোচনাচক্রের উদ্ধোধন করে সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল বলেন, সমবায় সপ্তাহ সমগ্র দেশে উদযাপিত হচ্ছে। এবারই প্রথম এই সমবায় সপ্তাহ কেন্দ্রীয় ভাবে পালিত হচ্ছে। এই কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য হল সমৃদ্ধি ও স্বয়ম্ভরতা। সমবায় মানে শুধু ঋণ নেবার জন্য গোষ্ঠী গঠন করা নয়।

বিগত সময়ে এরকম বহু সমবায় সংস্থা গঠিত বহু টাকা ঋণ নিয়েছে কিন্তু যারা বহু পরিকল্পনা আর দায়িত্বশীলতার অভাবে তারা সফল হতে পারেনি। তাদের জন্য যথাযথ সাহায্য করতে অসুবিধার সম্মুখীন হচ্ছে। তিনি বলেন, সকল সমস্যা সমাধান করে আমাদের এগিয়ে যেতে হবে।

গ্রামীণ এলাকার মানুষের আর্থসামাজিক মান উন্নয়নে সমবায় হচ্ছে অন্যতম মাধ্যম। অনুষ্ঠানে সমবায় সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রবন্ধ ও অঙ্কন প্রতিযোগিতার সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। তাছাড়া জেলার চারটি সমবায়কে সংস্থাকে সাফল্যের জন্য পুরস্কৃত করা হয়।

ADVERTISEMENT

Click here
%d bloggers like this: