Tripura News Live

[t4b-ticker]

চাকুরী ফিরিয়ে দেবার দাবীতে ফের গণ অবস্থানে সামিল হলেন চাকুরীচ্যুত ১০,৩২৩’র জয়েন্ট মুভমেন্ট কমিটি

চাকুরী ফিরিয়ে দেবার দাবীতে ফের গণ অবস্থানে সামিল হলেন চাকুরীচ্যুত ১০,৩২৩’র জয়েন্ট মুভমেন্ট কমিটি।

রাজধানীর ওরিয়েন্ট চৌমুহণী এলাকায় হয় এই অবস্থান।

সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত এক দিনের গণঅবস্থানে সামিল হয়েছেন তারা।

যতদিন পর্যন্ত চাকুরী ফিরিয়ে না পান ততদিন পর্যন্ত আন্দোলন চালানো হবে বলে জানান অবস্থানকারীরা।

এমন কি প্রয়োজনে ত্রিপুরা হাইকোর্টের সামনেও গণঅবস্থান করা হবে বলে জানান চাকুরীচ্যুতরা।

ADVERTISEMENT

%d bloggers like this: