Tripura News Live

[t4b-ticker]

জম্পুইজলা মহকুমায় জৈব চাষে সহায়তা

জম্পুইজলা মহকুমায় জৈব চাষে সহায়তা

জম্পুইজলা মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক কার্যালয়ের উদ্যোগে চলতি অর্থবছরে মিশন অর্গানিক ভ্যালু চেইন ডেভেলপমেন্ট প্রকল্পে ৩০০ জন কৃষককে জৈব চাষে সহায়তা দেওয়া হবে।

এর মধ্যে ১৮০ জনকে ধান এবং ১২০ জনকে আদা চাষীকে সহায়তা করা হবে।

প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য প্রত্যেক সুবিধাভোগী চাষীকে প্রথমে ১ হাজার টাকা দিয়ে নাম নথিভূক্ত করতে হবে।

নাম নথিভূক্তকরণের জন্য জম্পুইজলা কৃষি তত্ত্বাবধায়ক কার্যালয় এবং এর অন্তর্গত সকল গ্রামসেবা কেন্দ্র ও কৃষি আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করতে হবে।

ইতিমধ্যেই নাম নথিভূক্তকরণের কাজ শুরু হয়েছে। জম্পুইজলা মহকুমা কৃষি তত্ত্বাবধায়কের কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।

ADVERTISEMENT

%d bloggers like this: