জাতীয় যুব দিবস উপলক্ষে DYFI ও SFI রাজনগর অঞ্চল কমিটির উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার, DYFI এবং SFI’র কর্মকর্তারা।
বিরোধী দলনেতা স্বামী বিবেকানন্দের বাক্য পাঠ করে যুবকদের উদ্ভূত করার চেষ্টা করেন।