তেলিয়ামুড়ায় দুর্গাপুজা উপলক্ষে প্রশাসনিক সভা
তেলিয়ামুড়া মহকুমা শাসক কার্যালয়ে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য এক আলোচনা সভা সম্প্রতি আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন মহকুমা শাসক মহম্মদ সাজাদ পি ডি সি এম প্রদীপ দেববর্মা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকবৃন্দ এবং স্থানীয় ক্লাবের প্রতিনিধিরা।
আসন্ন দুর্গাপুজায় তেলিয়ামুড়ার বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থা যেন প্রশাসনিক সহযোগিতায় সুন্দর ও শান্তিপূর্ণভাবে পূজা সংঘটিত করতে পারে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।
বিভিন্ন পূজা মন্ডপে মাস্ক, সামাজিক দূরত্ব ইত্যাদি বজায় রাখার ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়। পূজার সময়ে অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং দুর্যোগ মোকাবিলায় বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য সভায় আলোচনা করা হয়।
এখানে উল্লেখ্য এবছর তেলিয়ামুড়া মহকুমায় ৬০ টি ক্লাব ও সামাজিক সংস্থা দুর্গাপূজার আয়োজন করবে।