পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ৩০০ কেজি আম উপহার দিয়েছেন। আজ মহাকরণে বাংলাদেশের সহকারি হাইকমিশনার জবায়েত হোসেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেওয়া উপহার তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাতে।
মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দুই দেশের সম্পর্কের উপর গুরুত্বারোপ করেছেন মুখ্যমন্ত্রী।