গত বুধবার উদয়পুর দুরন্ত টিবি অফিসে দুষ্কৃতিকারীদের হামলার ঘটনার পর শনিবার সেখানে যান আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার, ত্রিপুরা ইলেকট্রোনিক মিডিয়া সোসাইটির সম্পাদক সৌরজিত পাল সহ সাংবাদিকদের এক প্রতিনিধি দল।
ক্ষতিগ্রস্ত চ্যানেলটির পরিদর্শন শেষে উদয়পুর রাধাকিশোরপুর থানার সামনে ধর্ণায় বসেন তারা। পরে পুলিসের যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস পেয়ে ধর্না প্রত্যাহার করেন তারা।
প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার জানান দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত চ্যানেলের যাবতীয় ক্ষতিপূরণ না পাওয়া অব্দি সাংবাদিকরা আন্দোলন চালিয়ে যাবে।