বারাসাত, শিলচরের পর এবার আগরতলা। রাজধানীর জগন্নাথ বাড়ি রোড এলাকায় পথ চলা শুরু করল স্বনামধন্য বস্ত্র প্রতিষ্ঠান সাহা টেক্সটাইলস।
এদিন এই শো রুমের উদ্বোধন করেন বিধায়ক রতন চক্রবর্তী। উপস্থিত ছিলেন আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার। সংস্থার কর্ণধার সুকান্তি লাল সাহা সহ অন্যরা।
সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরী বাহারী বস্ত্রের বিপুল সম্ভার রয়েছে সাহা টেক্সটাইলসে। কোন অত্যাধুনিক প্রযুক্তি নয়, সম্পূর্ণ দেশী পদ্ধতিতে হাতে গোনা দেশ ও পৃথিবী বিখ্যাত সব বস্ত্রের সম্ভার রয়েছে এই সাহা টেক্সটাইলসে।
রাজ্যবাসী সাধ এবং সাধ্যের কথা মাথায় রেখে বাহারি ডিজাইনের বিপুল সম্ভার রয়েছে এখানে যা রাজ্যবাসীর মন জয় করতে সক্ষম হবে সাহা টেক্সটাইলস।