রাজ্য পুর নির্বাচন মাঝে বাকি আর মাত্র ৭ দিন।
নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লক্ষ্যে সমস্ত ধরনের প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন।
বুধবার আগরতলা পুরনিগমের ৫১টি ওয়ার্ডের জন্য ইভিএম মেশিন প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন।
১ থেকে ৫১ নম্বর ওয়ার্ডের প্রতিটি প্রার্থীর নাম তাদের চিহ্ন সহ ইনস্টলেশনের কাজ শুরু করে দিয়েছে।
বিভিন্ন দলের প্রতিনিধি এবং ইভিএম বিশেষজ্ঞদের নিয়েই হচ্ছে এই কাজ। জানালেন পুরনিগম নির্বাচনের রিটার্নিং অফিসার অসীম সাহা।