Tripura News Live

[t4b-ticker]

ন্যাশনাল কোচিং ক্যাম্পে প্রশিক্ষণের জন্য নির্বাচিত হওয়ায় প্রশিক্ষক ও চারজন জিমন্যাস্টকে মুখ্যমন্ত্রীর সংবর্ধনা

মহাকরণে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সংবর্ধনা জানালেন পদ্মশ্রী সম্মান প্রাপক অলিম্পিয়ান জিমন্যাস্ট দিপা কর্মকার, দীপা কর্মকারের কোচ দ্রোণাচার্য সম্মান প্রাপক  বিশ্বেশ্বর নন্দীকে ।

সেই সাথে মুখ্যমন্ত্রী এদিন রাজ্যের আরও তিন জিমন্যাস্ট অস্মিতা পাল , প্রিয়াঙ্কা দাসগুপ্তা এবং প্রতিষ্ঠা সামন্তকেও সংবর্ধনা জানান ।

এ রাজ্য থেকে দীপা  কর্মকার সহ আরও   ৪  জিমন্যাস্ট অস্মিতা পাল , প্রিয়াঙ্কা দাসগুপ্তা এবং প্রতিষ্ঠা সামন্ত দিল্লিতে জাতীয় ক্যাম্পে যোগ দেওয়ার জন্য  ডাক পেয়েছেন ।

এদিকে  এদিন মুখ্যমন্ত্রী জানান   চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে ব্রু শরণার্থীদের জন্য ১২০০-র কাছাকাছি ঘর তৈরি হয়ে যাবে এবং ১২০০-র কাছাকাছি   ব্রু শরণার্থী পরিবারের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা সম্পূর্ণ হয়ে যাবে ।

বাকি পরিবারগুলির জন্য রাজ্যের ১৪ টি জায়গায় স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে । স্থানীয় বাসিন্দাদের সাথে পরামর্শ করা হবে যাতে কোনও ঝামেলার সৃষ্টি না হয় ।  

ADVERTISEMENT

%d bloggers like this: