পুর নির্বাচন : ২৫ নভেম্বর সবেতন ছুটি
জন প্রতিনিধির আইন ১৯৫-এর ১৩৫ খ ধারায় প্রাপ্ত ক্ষমতাবলে রাজ্যপাল আগামী ২৫ নভেম্বর, ২০২১ যেসব পুর এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হবে সেসব এলাকায় সমস্ত সরকারি অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে ঘোষণা করেছেন।
সে সমস্ত এলাকায় সরকার অধিগৃহীত শিল্প প্রতিষ্ঠান এবং কারখানা আইন ১৯৪৮ এর আওতাধীন সমস্ত প্রতিষ্ঠান এবং সরকারি ও অন্যান্য ব্যবসায়িক সংস্থায় কর্মরত সমস্ত দিন মজুর/ কর্মীদের জন্য সেদিনটি সবেতন ছুটি বলে গণ্য হবে।
যেসমস্ত কর্মী সংশ্লিষ্ট পুর এলাকার নির্বাচক হলেও পুর এলাকার বাইরে কর্মরত রয়েছেন তারা ভোটদানের জন্য বিশেষ আকস্মিক ছুটি পাবেন।
ত্রিপুরা সরকারের সাধারণ প্রশাসন দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানানো হয়েছে।