রেগার কাজে তপশীলি জাতি, তপশীলি উপজাতিদের আলাদা ভাবে চিহ্নিতকরণ ইস্যুতে প্রতিবাদ জানিয়ে আগরতলায় সোমবার প্রতিবাদ কর্মসূচী করে ত্রিপুরা তপ শিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটি ।
এই কর্মসূচীতে উপস্থিত থাকেন বাম বিধায়ক রতন ভৌমিক , সি পি আই এম নেতা পবিত্র কর প্রমুখ ।
একই ইস্যুতে উদয়পুরে ৫ টি বামপন্থী সংগঠনও প্রতিবাদ কর্মসূচীতে সামিল হয় এদিন ।