Tripura News Live

[t4b-ticker]

প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে পুজো দিলেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে রাজধানীর প্রগতি রোডস্থিত মেহের কালীবাড়িতে আজ পুজো দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, গতকাল কংগ্রেস সরকার পরিচালিত পাঞ্জাবে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তাজনিত যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হয়েছেন গোটা দেশের মানুষ তা নিন্দনীয়।

পাঞ্জাব তথা সমগ্র দেশের মানুষ গণতান্ত্রিক উপায়ে তার সমুচিত জবাব দেবেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর মতো সমৃদ্ধ নতুন ভারতের নির্মাণ প্রণেতা ও জনকল্যাণে উৎসর্গিত ব্যক্তিত্বের অনিষ্ট সাধনের চেষ্টা কোনওভাবেই স্বার্থক হবে না।

রাজনীতির এই নিম্নাভিমুখিতা কোনওভাবেই প্রত্যাশিত নয়। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে নিজ নিজ আরাধ্য দেবতার কাছে প্রার্থনা করার জন্য সবার প্রতি আবেদন রাখেন মুখ্যমন্ত্রী।

ADVERTISEMENT

%d bloggers like this: