Tripura News Live

[t4b-ticker]

প্রায় ৩০ হাজার গাঁজার চারা গাছ ধ্বংস করা হয়

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত টানা অভিযান চালিয়ে কলমচৌড়া থানাধীন বক্সনগরের মানিক্য নগর পূর্বপাড়া এলাকায় পাঁচটি আলাদা আলাদা টিলায় প্রায় ৩০ হাজার গাঁজার চারা গাছ ধ্বংস করা হয়।

থানার ওসি বিষ্ণুপদ ভৌমিকের নেতৃত্বে পুলিশ ও টিএসআর নিয়ে মানিক্যনগর এলাকায়  বিশাল গাজা বাগান ধ্বংস করতে সক্ষম হয়েছে।

জানা যায় এই এই গাঁজা চাষের বাগানগুলো বন দপ্তরের অধীনে।

আজ দফতরের কর্মীদের নিয়েই যৌথ অভিযান চলে।

কলমচৌড়া থানার পুলিশ জানায় আগামী দিনে এমন ধরনের অভিযান জারি থাকবে। 

ADVERTISEMENT

%d bloggers like this: