বড়দিনে মরিয়মনগরে মেলা নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত বড়দিন উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর সদর মহকুমার মরিয়মনগর গির্জায় মেলা অনুষ্ঠিত হবে।
এই মেলা সফল করে তোলার জন্য মরিয়মনগর উচ্চ বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী।
উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ৯নং ওয়ার্ডের কাউন্সিলার উত্তম মজুমদার ঘোষ, পশ্চিম ত্রিপুরার অতিরিক্ত জেলাশাসক অসীম সাহা, সদর মহকুমার মহকুমা শাসক অসীম সাহা এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণও।
সভায় মেলার ভীড় সামলানো এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়।
মেলা উপলক্ষ্যে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।