Tripura News Live

[t4b-ticker]

বদলি রদ করার দাবীতে রাস্তায় নামল ছাত্রছাত্রীরা

রাজ্যের প্রত্যেকটি স্কুলে চলছে শিক্ষকদের বদলী প্রক্রিয়া। সরকারী নিয়ম মেনেই বদলী করা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের।

বক্সনগর ব্লকের বাগবের এস বি স্কুলেও শিক্ষক বদলীর আদেশ আসতেই সেই বদলি রদ করার দাবীতে রাস্তায় নামল ছাত্রছাত্রীরা।

বাগবের এস বি স্কুলের রিনা সরকার সহ একাধিক শিক্ষকের বদলি প্রত্যাহারের প্রতিবাদে বক্সনগর সোনামুড়া জাতীয় সড়ক অবরোধ করে বসে ছাত্রছাত্রীরা।

কলমচৌড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তোলার চেষ্টা করে। অবরোধকারীরা সাফ জানিয়ে দেয়  যতক্ষণ পর্যন্ত তাদের শিক্ষক বদলি প্রত্যাহারের দাবি পূরণ না করা হয় ততক্ষণ তারা রাস্তায় অবরোধ তুলবেন না। জানা গেছে শিক্ষক বদলি হওয়ার পর থেকেই স্কুলের শিক্ষক সংকট দেখা দেয়।

আর তারই মাঝে স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা রিনা সরকারকে কলমচৌড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ডেপুটেশনের নাম করে বদলি করা হয়।  আর সেই কারনেই পথে নামে ছাত্রছাত্রীরা।

ADVERTISEMENT

%d bloggers like this: