ভারতীয় জীবন বীমা নিগমের ৬৫তম বর্ষপূর্তি উপলক্ষে উদয়পুর LIC শাখায় এক কর্মসূচীর আয়োজন করা হয়।
বুধবার এই কর্মসূচীতে অংশ নেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ।
LIC’র সফলতা কামনা করেন এবং গোটা সফলট্যাঁর জন্য এজেন্টদের ভূমিকার প্রশংসা করেন।