রাজ্যের মহিলাদের সেনাবাহিনীতে কমিশন র্যাঙ্কে নিয়োগের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে আজ রাজা শিক্ষা দপ্তর এবং ব্যাঙ্গালুরুস্থিত জাতীয় স্তরের স্বনামধন্য সংস্থা আনএকাডেমির মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। আজ সচিবালয়ে শিক্ষামন্ত্রীর অফিসকক্ষে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ।
তিনি জানান, এতোদিন সেনাবাহিনীতে কমিশন র্যাঙ্কে মহিলাদের প্রবেশের সুযোগ ছিলো না। শুধুমাত্র স্বাস্থ্য পরিষেবায় যুক্ত চিকিৎসক ও নার্সের পেশায় সেনাবাহিনীতে কাজ করার সুযোগ ছিলো মহিলাদের।
২০২১ সালের ২২ সেপ্টেম্বর ভারতের সুপ্রিমকোর্টের রায় মোতাবেক এখন থেকে ভারতের সশস্ত্র বাহিনীতে মহিলাদের ফুল টাইম কমিশন র্যাঙ্কে প্রবেশের সুযোগ থাকবে।
তিনি জানান, সুপ্রিমকোর্টের এই ঐতিহাসিক রায়কে মান্যতা দিয়ে রাজ্যের মহিলাদের আর্মিতে কমিশন র্যাঙ্কে প্রবেশের সুযোগ করে দেওয়ার জন্য রাজ্য শিক্ষা দপ্তর আনএকাডেমি সংস্থার সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করে।
চুক্তি অনুসারে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ বা দ্বাদশ শ্রেণী পাঠরত মেয়েদের এবং যাদের জন্ম ২০০৩ থেকে ২০০৬ সালের মধ্যে রয়েছে তাদের অনলাইন পোর্টালে নাম নথিভুক্ত করার সুযোগ থাকবে।
সাংবাদিক সম্মেলনে জানান, upsconline.nic.in ওয়েবসাইটের মাধ্যমে এজন্য আবেদন করার সুযোগ রয়েছে। কলা, বাণিজ্য এবং বিজ্ঞান প্রত্যেক বিভাগের মেয়েরা আবেদন করতে পারবে। চলতি বছরের নভেম্বর সেশনের জন্য আগামীকাল অনলাইনে আবেদন করার শেষ দিন। তাছাড়াও পরবর্তী মে মাসের সেশনের জন্য পরে আবেদন করার সুযোগ থাকবে।