রাজ্যে এখন পর্যন্ত ৪২ হাজার ১৪৫ জন কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা হয়েছে : খাদ্যমন্ত্রী
কৃষক কল্যাণে খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর রাজ্যে এখন পর্যন্ত কৃষকদের কাছ থেকে ৭২ হাজার ৯৯৫ মেট্রিক টন ধান ক্রয় করেছে।
এজন্য দপ্তরের ব্যয় হয়েছে ১৪৪৭ কোটি টাকা। রাজ্যে ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত ৪২ হাজার ১৪৫ জন কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা হয়েছে।
আজ খোয়াই জেলাশাসক কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব একথা জানান।
সাংবাদিক সম্মেলনে তিনি জানান, খোয়াই জেলার ১৮০টি ন্যায্যমূল্যের দোকান থেকে সুলভ মূল্যে খাদ্যশস্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ভোক্তাদের মধ্যে সরবরাহ করা হচ্ছে। তিনি জানান, জনগণের সুবিধার্থে ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে ন্যূনতম ৪০০টি রেশন কার্ডের ভিত্তিতে পুনর্বিন্যাসের মাধ্যমে রাজ্যে আরও ৪০৮টি নতুন ন্যায্যমূল্যের দোকান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে খোয়াই জেলায় ২৮টি নতুন ন্যায্যমূল্যের দোকান হবে।
সাংবাদিক সম্মেলনে তিনি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, ডিজিটাইজড স্মার্ট রেশন কার্ড, মুখ্যমন্ত্রী কোভিড স্পেশাল রিলিজ প্যাকেজ প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন।
সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, রাজ্যে শারীরিকভাবে অক্ষম বা ৬০ বছরের ঊর্ধ্বে ১ বা ২ সদস্য বিশিষ্ট পরিবারের বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এতে রাজ্যের প্রায় ৩৯ হাজার পরিবার উপকৃত হবে। এই পরিকল্পনা বাস্তবায়নে ইতিমধ্যে খোয়াই জেলা সহ রাজ্যের সর্বত্র পরিবার চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে।
সাংবাদিক সম্মেলনের আগে খোয়াই জেলাশাসক ও সমাহর্তা কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন খাদ্য এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রী মনোজ কান্তি দেব।