জিরানিয়ার মাধব বাড়িতে ইন্টারস্টেট ট্রাক টার্মিনাল এবং জিরানিয়া রেলওয়ে ইয়ার্ডে কিছু কিছু শ্রমিক গ্রুপবাজি চালিয়ে যাচ্ছেন।
তাতে অনেক ট্রাক মালিক এবং চালক সমস্যার সম্মুখীন হচ্ছেন।
তা কোনমতেই বরদাস্ত করা হবে না। রবিবার দুপুরে সেই ট্রাক টার্মিনাল এবং রেল ইয়ার্ড পরিদর্শন শেষে জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।