Tripura News Live

[t4b-ticker]

রাজ্যে ১৩৮টি কোভিড স্যাম্পল ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট হিসেবে সনাক্ত

রাজ্য থেকে পশ্চিমবঙ্গের কল্যানী ল্যাবরেটরিতে পাঠানো ১৫১টি কোভিড স্যাম্পলের মধ্যে ১৩৮টি ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট হিসেবে সনাক্ত হয়েছে।

সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এস এস ও ডা. দীপ দেববর্মা এই সংবাদ জানান।

তিনি জানান, ত্রিপুরা থেকে ১৫১টি কোভিড স্যাম্পল পশ্চিমবঙ্গের কল্যাণীতে পাঠানো হয়েছিল। এই স্যাম্পলগুলির মধ্যে ১৩৮টিই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট।

তাছাড়া এই ১৫১টি কোভিড স্যাম্পলের মধ্যে ১০টি প্লেইন ভ্যারিয়েন্ট এবং ৩টি আলফা ভ্যারিয়েন্ট বলে সনাক্ত হয়েছে।

১৩৮টি ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় ১১৫ জন, সিপাহীজলায় ৮ জন, গোমতী জেলায় ৫ জন, দক্ষিণ ত্রিপুরা জেলায় ২ জন, খোয়াই জেলায় ১ জন, ধলাই জেলায় ১ জন, ঊনকোটি জেলায় ৪ জন ও উত্তর ত্রিপুরা জেলায় ২ জনের মধ্যে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট পাওয়া গেছে।

ADVERTISEMENT

%d bloggers like this: