Tripura News Live

[t4b-ticker]

রাণীরবাজার পুর পরিষদ ও জিরানীয়া নগর পঞ্চায়েতের নির্বাচন: জিরানীয়ায় সভা রাণীরবাজার

পুর পরিষদ ও জিরানীয়া নগর পঞ্চায়েতের আসন্ন নির্বাচনকে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আজ জিরানীয়া মহকুমা শাসকের কনফারেন্স হলে বিভিন্ন রাজনৈতিকদলের প্রতিনিধিদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন মহকুমা শাসক জীবনকৃষ্ণ আচার্য, জিরানীয়া মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদার, ডিসি মুনমুন দেবর্মী, ভারতীয় জনতা পার্টি ও সিপিআই(এম) দলের প্রতিনিধিগণ।

সভায়া মহকুমা শাসক জীবনকৃষ্ণ আচার্য নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিগণের নিকট সহযোগিতা চেয়েছেন। প্রসঙ্গত রাণীরবাজার পুর পরিষদ এলাকায় ১৩টি ওয়ার্ড রয়েছে।

মোট ভোটার রয়েছেন ১১,৩৬৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫,৭০৯ এবং মহিলা ভোটার রয়েছেন ৫,৬৫৯ জন৷ মোট পোলিং স্টেশন রয়েছে ১৩টি। জিনীয়া নগর পঞ্চায়েত এলাকায় ওয়ার্ড সংখ্যা ১১টি। মোট ভোটার রয়েছেন ৮,৬৮১ জন।

এরমধ্যে পুরুষ ভোটার ৪,৩০৯ জন এবং মহিলা ভোটার ৪,৩৭২ জন। পোলিং স্টেশন রয়েছে ১১টি।

ADVERTISEMENT

%d bloggers like this: