Tripura News Live

[t4b-ticker]

লংতরাইভ্যালি মহকুমায় ৯৩০২ জন কৃষককে সহায়তা

লংতরাইভ্যালি মহকুমায় ৯৩০২ জন কৃষককে সহায়তা

লংতরাইভ্যালি মহকুমার ৯৩০২ জন কৃষককে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় আনা হয়েছে।

মহকুমার মনু ব্লকের ৪,৭৭৭ জন ও ছামনু ব্লকের ৪,৫২৫ জন কৃষক এই যোজনায় বছরে ৩ কিস্তিতে ৬ হাজার টাকা করে পাচ্ছেন।

ধলাই জেলা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত উপঅধিকর্তা সোমেন নন্দী এই সংবাদ জানান।

ADVERTISEMENT

%d bloggers like this: