শুক্রবার রাজ্য থেকে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করল কিষাণ রেল। এদিন আগরতলা রেল স্টেশনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই কিষাণ রেলের যাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকেন কৃষিমন্ত্রী প্রণজিত সিংহ রায়, সাংসদ প্রতিমা ভৌমিক এবং বিধায়িকা মিমি মজুমদার।
এদিন এই কিষাণ রেল দিল্লীর উদ্দেশ্যে আনারস এবং কাঁঠাল নিয়ে রওয়ানা দেয়। জানা গেছে, কাঁঠাল গৌহাটিতে পৌঁছানো হবে।
আগামীতে কোলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এই কিষাণ রেল। এদিকে শুক্রবারই ত্রিপুরা মেডিক্যাল কলেজে একটি অক্সিজেন জেনারেশন প্ল্যান্টেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।