শ্রীমন্তপুর সুসংহত স্থলবন্দর ও ভাসমান জেটি পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
কেন্দ্রীয় নৌপথ, বন্দর ও নৌপরিবহণ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর গতকাল সোনামুড়া মহকুমার ভারত-বাংলাদেশ শ্রীমন্তপুর সুসংহত স্থলবন্দর ও ভাসমান জেটি পরিদর্শন করেন।
পরিদর্শন কালে তিনি বাংলাদেশের সাথে জলপথে বাণিজ্যের সম্প্রসারণের বিষয়ে খোঁজ খবর নেন।
শ্রীমন্তপুর বন্দর পরিদর্শনকালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সাথে ছিলেন শিল্প ও বানিজ্য দপ্তরের সচিব পি কে গোয়েল, স্থলবন্দর মন্ত্রনালয়ের সঞ্চালক দেবাশিস নন্দী আন্তদেশীয় জলপথ বিভাগের গুয়াহাটি বিভাগের আধিকারিক অভিনব ভার্মা সহ পূর্ত ও অন্যান্য দপ্তরের আধিকারিকগণ।