সংখ্যালঘু অংশের ৩০০ মেধাবী ছাত্রছাত্রীকে বৃত্তিমূলক শিক্ষার জন্য আর্থিক অনুদান
ওয়ান টাইম ফিনান্সিয়াল সাপোর্ট টু দ্য মেরিটোরিয়াজ মাইনোরিটি স্টুডেন্টস প্রকল্পে এবছর সংখ্যালঘু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে সংখ্যালঘু অংশের ৩০০ জন মেধাবী ছাত্রছাত্রীকে রাজ্যে ও রাজ্যের বাইরে বৃত্তিমূলক পড়াশুনার জন্য আর্থিক অনুদান দেওয়া হবে।
এ প্রকল্পে সংখ্যালঘু সম্প্রদায়ের যে সকল ছাত্রছাত্রী মাধ্যমিক এবং পরবর্তী ফাইন্যাল পরীক্ষায় ৫০ শতাংশ বা অধিক নম্বর পেয়েছে কেবল তারাই এই প্রকল্পের সুযোগ গ্রহণ করতে পারবে।
পরিবারের বার্ষিক আয় হতে হবে আড়াই লক্ষ টাকার মধ্যে। এই প্রকল্পে মেধার ভিত্তিতে তালিকা তৈরী করা হবে।
ছাত্রছাত্রীদেরকে বর্তমান শিক্ষাবর্ষের জন্য ৯০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। এই অনুদান দেওয়া হবে দুই বছর।
ছাত্রছাত্রীদের প্রথমে বৃত্তিমূলক কোর্সে ভর্ত্তি হতে হবে। বৃত্তিমূলক কোর্সে ভর্ত্তি হওয়ার পর ন্যাশনাল সার্ভিস পোর্টালে সংখ্যালঘু কল্যাণ দপ্তরে আবেদন করতে হবে।
এই প্রকল্পে গত শিক্ষা বছর ২৫৭ জন সংখ্যালঘু মেধাবী ছাত্রছাত্রীকে ৯০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এজন্য ব্যয় হয়েছে ২ কোটি ৩১ লক্ষে ৩০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। বর্তমান আর্থিক বছরেও তাদেরকে ৯০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে।