সমীক্ষা করতে এসে পুলিসের জেরার মুখে প্রশান্ত কিশোরের I-PAC টিম।
ত্রিপুরায় আসছে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল দলে রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মলয় ঘটক ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
ত্রিপুরায় সমীক্ষা করতে এসে পুলিসের জেরার মুখে পড়তে হল ভোট কুশলী প্রশান্ত কিশোরের দলে সদস্যদের। তার দলের ২৩ জন সদস্যকে রবিবার রাত থেকে শহরের একটি হোটেলে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। সোমবারও চলে এই জিজ্ঞাসাবাদ। পুলিস জানিয়েছে গ্রেফতার করা হয়নি তাদের। বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চাইছে পুলিস।
এর ফলে সোমবার কার্যত হোটেলেই বন্দি থাকতে হয়েছে প্রশান্ত কিশোরের দলকে। গত প্রায় সপ্তাহ খানেক আগে ত্রিপুরায় আসে প্রশান্ত কিশোরের এই দল। শহরের একটি হোটেলে উঠে তারা ২০২৩’র বিধানসভা নির্বাচন নিয়ে সমীক্ষা চালায়।
বিভিন্ন অরাজনৈতিক ব্যক্তিদের সাথে কথা বলেন তারা। রাজ্যের মানুষের মন বোঝার চেষ্টা করছে প্রশান্ত কিশোরের I-PAC টিমের সদস্যরা। জনমত সমীক্ষায় উঠে এসেছে বিভিন্ন তথ্য।
তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি আশিষ লাল সিংহ অভিযোগ করেন রুটিন জিজ্ঞাসাবাদের নামে পি কের টিমের সদস্যদের আটক করে রাখা হয়েছে। যা বাঞ্ছনীয় নয়।
এই ঘটনায় ত্রিপুরায় প্রতিক্রিয়া দেখা দিয়েছে ২০২৩ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে যে কোন ভাবেই ময়দান ছাড়া হবে না তার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগামী আগষ্ট মাসেই রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগেই এসেছেন প্রশান্ত কিশোরের টিমের সদস্যরা। এনিয়ে চলছে রাজনৈতিক চাপানোতর।