Tripura News Live

[t4b-ticker]

সিপাহীজলা জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে হিমোগ্লোবিন মাপার যন্ত্র বিতরণ

সিপাহীজলা জেলায় রক্তাল্পতা নির্মূলীকরণ কর্মসূচির অঙ্গ হিসেবে জেলার বিভিন্ন মহকুমা হাসপাতাল, সামাজিক স্বাস্থ্যকেন্দ্র ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে হিমোগ্লোবিন মাপার যন্ত্র বা হিমোগ্লোবিন মিটার ও সাথে ল্যানস সেট বিতরণ করা হয়।

যন্ত্রগুলি ব্যবহারের কলাকৌশল নিয়ে ২৫ জুন বিশালগড় মহকুমা হাসপাতালের কনফারেন্স হলে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে নিয়োজিত ল্যাবরেটোরি টেকনেসিয়ানদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।

একই সঙ্গে রক্তাল্পতা দূর করতে জেলার প্রতিটি মহকুমা হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র এবং ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণের জন্য ২৪,৯৮,৯৩০ টি ট্যাবলেট বিদ্যালয়গুলিতে বিতরণ করা হয়।

সিপাহীজলা জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিব কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।

ADVERTISEMENT

Click here
%d bloggers like this: