সোনামুড়া ও বিশালগড় মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তে ১৪৪ ধারা
সিপাহীজলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি এক আদেশে জেলার সোনামুড়া ও বিশালগড় মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটার এলাকায় সাধারণ মানুষের চলাচলে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন।
সিআরপিসি-র ১৪৪ ধারার অধীনে রাত ৮টা থেকে পরদিন সকাল ৫টা পর্যন্ত এই বিধিনিষেধ জারি থাকবে। এই আদেশ আজ থেকে কার্যকর হয়েছে এবং আগামী ২৫ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে।
জেলাশাসক এই আদেশে জানিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত মিলিটারি, প্যারা মিলিটারি, রাজ্য পুলিশের কর্মীদের চলাচলের ক্ষেত্রে, সিপাহীজলা জেলার জেলাশাসক, সোনামুড়া এবং বিশালগড় মহকুমার মহকুমা শাসকের অনুমতিপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে, জরুরি অফিসের কাজে নিয়োজিত কর্মচারীর ক্ষেত্রে এবং চিকিৎসার প্রয়োজন রয়েছে এমন রোগীদের ক্ষেত্রে এই বিধিনিষেধ কার্যকর হবে না।
এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।