সোমবার ইন্দ্রনগর ITI মাঠে অনুশীলন করতে গিয়ে এক খেলোয়াড়ের মৃত্যু।
যা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। মৃত এই খেলোয়াড়ের নাম কার্তিক সাহা বলে জানা গেছে।
তার বাড়ি যোগেন্দ্রনগরে। এদিন ইন্দ্রনগর ITI মাঠে অনুশীলন করার সময় তার মৃত্যু হয় বলে জানা গেছে।
অভিযোগ এদিন মাঠে অনুশীলন চলার সময় পর্যাপ্ত প্রয়োজনীয় ব্যবস্থা ছিল না।
তরুণ এই ক্রিকেটার কার্তিক সাহার মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া।