রাজ্য স্বাস্থ্য দপ্তরের ৭০১টি শূন্যপদ পূরণ সহ নিজেদের চাকুরী নিশ্চিত করার দাবীতে শুক্রবার স্বাস্থ্য অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করলেন MPW’র বেকার যুবক যুবতীরা।
তাদের অভিযোগ ২০১৭ সালের পর স্বাস্থ্য দপ্তরে MPW নিয়োগ করা হয়নি।
যার কারনে রাজ্যে অনেক বেকার MPW পাশ করা যুবক যুবতী চাকুরী থেকে বঞ্চিত হচ্ছেন।
অবিলম্বে তাদের চাকুরী প্রদানের দাবী জানিয়েছেন ডেপুটেশনকারীরা। উল্লেখ্য, ৬ মাস পূর্বে ১০০ জন MPW বেকারদের চুক্তির ভিত্তিতে চাকুরী নিয়োগ করেছে স্বাস্থ্য দপ্তর।