Tripura News Live

[t4b-ticker]

হামলার ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত

বৃহস্পতিবার অমরপুর বিজেপি মন্ডল সভাপতি সঞ্জয় চক্রবর্তীর উপর অতর্কিত হামলার ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে গোটা জেলায়।ঘটনা অমরপুর – নুতন বাজার সড়ক এলাকায় টি এস আর পঞ্চম বাহিনীর সদর দপ্তরের একেবারে সামনাসামনি  রাস্তায়।

মন্ডল সভাপতি সঞ্জয় চক্রবর্তী এবং কিছু প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে  প্রকাশ্যে তাকে উদ্দেশ্যে করেই ইটপাটকেল ছোড়া হয়েছে।

খুনের উদ্দেশ্যে  রাজনৈতিক দল তিপরা মাথার কিছু সমর্থক এই হামলা চালিয়েছে।

তিনি আরো বলেন ঘটনার সময় তাকে লক্ষ্য করে গাড়িতে ইটপাটকেল ছোঁড়া হয়েছে।

এতে তিনি আহত হয়েছেন এবং টিএসআর পঞ্চম বাহিনীর অফিস এলাকায় ঢুকে প্রাণ রক্ষা করেন।

ADVERTISEMENT

%d bloggers like this: