Tripura News Live

[t4b-ticker]

হেজামারা ব্লকে ২,৭৯০ জন কৃষক প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায়

হেজামারা ব্লকে ২,৭৯০ জন কৃষক প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায়

কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে মোহনপুর মহকুমার হেজামারা ব্লকের ২ হাজার ৭৯০ জন কৃষককে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় আনা হয়েছে।

এছাড়া ব্লক এলাকার ২১টি এডিসি ভিলেজের ২ হাজার ৬২৭ জন কৃষককে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় আনা হয়েছে।

এই প্রকল্পে সুবিধাভোগী কৃষকগণ প্রতিবছর তিন কিস্তিতে ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন।

হেজামার কৃষি মহকুমা কার্যালয়ের কৃষি তত্ত্বাবধায়ক অজিত দেববর্মা এই সংবাদ জানান।

ADVERTISEMENT

%d bloggers like this: