১১ ডিসেম্বর আগরতলায় জাতীয় লোক আদালত
পশ্চিম জেলা আইনসেবা এবং সদর মহকুমা আইনসেবা কমিটির উদ্যোগে ১১ ডিসেম্বর আগরতলার পশ্চিম জেলা দায়রা ও সেশন জজ, পশ্চিম জেলা পারিবারিক আদালত এবং পশ্চিম জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত চত্বরে জাতীয় লোক আদালত বসবে। সকাল ১০টা থেকে আদালতের কাজ শুরু হবে।
বিভিন্ন বকেয়া মামলার নিষ্পত্তির জন্য ১২টি লোক আদালত কোর্ট / বেঞ্চ বসবে।
পশ্চিম জেলা আইনসেবা কর্তৃপক্ষের জেলা সচিব এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানিয়েছেন।