Tripura News Live

[t4b-ticker]

২৬-২৭ ডিসেম্বর খোয়াই জেলাভিত্তিক যুব উৎসব

২৬-২৭ ডিসেম্বর খোয়াই জেলাভিত্তিক যুব উৎসব

আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর খোয়াই জেলাভিত্তিক যুব উৎসবকে সফল করে তোলার লক্ষ্যে গত ১৮ ডিসেম্বর খোয়াই জেলা যুব বিষয়ক ও ক্রীড়া আধিকারিকের কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা। সভাতে উপস্থিত ছিলেন পুরপরিষদের চেয়ারপার্সন দেবাশিস নাংশর্মা, ভাইস চেয়ারপার্সন নিবাস সাহা, জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, পুরপরিষদের সদস্য।

স্বপ্না দত্ত, বর্ণালী দেব (দাস), পুরপরিষদ সদস্য পীযূষ কান্তি চৌধুরী, খোয়াই জেলা স্কুল ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিৰ বিষ্ণুপদ চক্রবর্তী। সভায় জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা জেলাভিত্তিক যুব উৎসবকে সফল করে তোলার জন্য সবার সহযোগিতা চেয়েছেন।

সভায় জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদারকে কার্যকরী কমিটির চেয়ারম্যান, জেলা ক্রীড়া আধিকারিক কমলেন্দু শীলকে কমিটির কনভেনার করে ১টি কার্যকরী কমিটি, ৬টি সাবকমিটি ও ১টি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

ADVERTISEMENT

Click here
%d bloggers like this: