৪ অক্টোবর থেকে ৫ দিনব্যাপী কোরিওগ্রাফি উৎসব ‘নৃত্য সনরচনা’
আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে ৪ অক্টোবর থেকে শুরু হতে চলছে ৫ দিনব্যাপী কোরিওগ্রাফি উৎসব ‘নৃত্য সনরচনা”।
প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং হলে এই অনুষ্ঠান চলবে। আজ আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান সঙ্গীত নাটক একাডেমির সহ সচিব হেলেন আচারিয়া।
সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান, রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠান উপলক্ষে তিরুবন্তপুরম, মুম্বাই, ইম্ফল, চেন্নাই, দিল্লি, ভুবনেশ্বর, ব্যাঙ্গালুরু, কলকাতা থেকে আগত শিল্পীগণ এই উৎসবে অংশ নেবেন।
দেশের সাংস্কৃতি ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে এবং শিল্পীদের উৎসাহিত করার জন্য সঙ্গীত নাটক একাডেমি এই ধরণের উৎসব আয়োজন করে থাকে বলে সাংবাদিক সম্মেলনে জানান শ্রীমতি আচারিয়া।
উল্লেখ্য, অনুষ্ঠানটি আগামী ৮ই অক্টোবর পর্যন্ত চলবে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সঙ্গীত নাটক একাডেমির ত্রিপুরা শাখার ভারপ্রাপ্ত আধিকারিক হরিনাথ ঝা, রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য সুব্রত চক্রবর্তী ও উৎপল বিশ্বাস।