Tripura News Live

[t4b-ticker]

৬১৩ কেজি গাঁজা সহ ২ ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হল মুঙ্গিয়াকামী থানার পুলিস

দূরপাল্লার লরিতে তল্লাশি চালিয়ে ৬১৩ কেজি গাঁজা সহ ২ ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হল মুঙ্গিয়াকামী থানার পুলিস।

সোমবার সকালে মুঙ্গিয়াকামী থানার পুলিস ৩৭ মাইলের শিবমন্দির সংলগ্ন এলাকায় AS04AC-2295 নম্বরের একটি লরিতে তল্লাশি চালিয়ে এই সাফল্য পায় পুলিস।

উদ্ধারকৃত গাজার মূল্য ৩০ লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন SDPO সোনাচরণ জমাতিয়া।

ADVERTISEMENT

Click here
%d bloggers like this: